দুই বছর পর বোরকা পড়ে ফিরলেন ‘দঙ্গল কন্যা’

বিনোদন ডেস্কঃ ‘দঙ্গল’,‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালে ইনস্টাগ্রামে বড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ অভিনেত্রী। নিজ ধর্ম ইসলামের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছেন বলিউড অভিনেত্রী।

এর পর দু’বছর ইনস্টাগ্রামে নিজের কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি অভিনেত্রীকে। অবেশেষে প্রায় দু’বছর পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন এই প্রাক্তন অভিনেত্রী। ইনস্টাগ্রামে মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। একটি ব্রিজের মধ্যে পেছন থেকে তোলা ছবিতে জায়রাকে দেখা যায় কালো বোরকা পরা।

উন্মুক্ত পরিবেশে প্রকৃতির খুব কাছে রয়েছেন জাইরা। জায়গাটি কোথায়, তা অবশ্য জানা যায়নি। জাইরার ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৯ লক্ষের কাছাকাছি।

এর আগে নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। আর এবার দুবছর পর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘দ্য ওয়ার্ম অক্টোবর সান’।

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল কাশ্মীরি কন্যা জায়রা ওয়াসিমের। সেখানে তিনি আমির খানের বড় মেয়ে অর্থাৎ, ভারতীয় কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। পেয়েছিলেন ব্যাপক খ্যাতি ও পুরস্কার। পরের বছর আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-এও জায়রাকে দেখা যায়।

সাবেক এই অভিনেত্রীর শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সেখানে জায়রার সহশিল্পী ছিলেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ১১ অক্টোবর। তার আগেই বলিউডকে বিদায় জানিয়ে দেন ইসলাম ধর্মের অনুসারী জায়রা।