দুই বছর পর যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা ৩২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী। দুই নবজাতক এবং তাদের মা হনুফা আক্তার রিক্তা সুস্থ আছেন।

এর আগে কন্যা সন্তানের বাবা হওয়ার দুই বছর পর যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেলমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। সন্তানের বাবা হওয়ার খবরে রাতেই তার সহকর্মী এবং দলের নেতা-কর্মীরা ফোন করে শুভেচ্ছা জানান বলে জানা গেছে।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বিয়ের দু’বছর পর ২০১৬ সালের ২৮ মে জন্ম নেয় মন্ত্রীর মেয়ে সন্তান। তার নাম রাখা হয়েছে রিমু।