
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ ইয়াবা ফেলে পালিয়ে গেলো মাদক কারবারিরা। কক্সবাজারের টেকনাফে প্রায় দুই বস্তা পরিমাণে যা ২ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। মাদক পাচারে এসময় ব্যবহৃত নৌজানটি জব্দ করা হয়।
আজ (বুধবার ১৭ মার্চ) ভোরের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় ওই অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট সালেহ আকরাম।
তবে পাচারকারিরা এসময় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
লেফটেন্যান্ট সালেহ আকরাম বলেন, বুধবার ভোর রাতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় একটি পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল শাহপরীরদ্বীপে অবস্থান নেয়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ইঞ্জিন চালিত নৌকা আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা টর্চের আলো ফেলে থামার জন্য নির্দেশ দেন।
তিনি জানান, এসময় শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্র তীরে নৌকাটি ফেলে রেখে লোকজন প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়। এতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশি করে ২ টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা।
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সালেহ আকরাম।