দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্রের ঢামেক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে (২১) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে করে স্বজনরা তাকে নিয়ে আসেন। রাজীবের মামা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘রাজীবের চিকিৎসা চলছিল পান্থপথের শমরিতা হাসপাতালে। সেখানে চিকিৎসা খুবই ব্যয়বহুল। একদিনে লাখ টাকার উপরে খরচ। অথচ বাবা-মা হারা রাজীব খুবই দরিদ্র। তার পক্ষে সেখানে খরচ চালানো কষ্টকর। এ কারণে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাসপাতাল প্রতিনিধি জানান, রাজীবকে অর্থোপেডিক্স বিভাগে ১০১ নম্বর ওয়ার্ডে ইউনিট ১ এ ভর্তি করা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বলেন, ‘রাজীবকে আপাতত ড্রেসিং করা হয়েছে। তাকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তার প্লাস্টিক সার্জারি লাগলে তা করা হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারার কাছে এ দুর্ঘটনা ঘটে।