নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, চলতি অর্থবছরের দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। যা গত অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ছিল ৩ শতাংশ।
একেনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট মন্ত্রীরা ছাড়াও বৈঠকে পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। টাকার অংকেও এডিপি বাস্তবায়ন বেড়েছে।
তিনি বলেন, গত অর্থবছরের প্রথম দুই মাসে ৩ হাজার ৩৪৮ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিল, যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৬ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছরের তুলনায় এবার এডিপিতে খরচের পরিমাণ ১ হাজার ৪০৮ কোটি টাকা বেড়েছে।