দুই যন্ত্রশিল্পীর মৃত্যু : সেই লরি চালক বললেন, ‘ঘুমে ছিলাম’!

১৩ মার্চ (শনিবার) চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান সঙ্গীতাঙ্গনের দুই যন্ত্রশিল্পী পার্থ গুহ ও হানিফ। দুর্ঘটনার সময় লরি চালক আক্কাস ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান নিজেই।

সোমবার (১৫ মার্চ) ভোরে এই ঘটনায় দায়ী লরি চালক আলী আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ‘‘ভোরে ঘাতক লরি চালক আলী আক্কাসকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।’ আজ তাকে আদালতে তোলা হবে।

দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হন।