
জেলা প্রতিবেদকঃ দুই সন্তানকে বিষ দিয়ে হত্যার পর সুমাইয়া আক্তার (২৫) নামে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামে রবিবার (৪ এপ্রিল) পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মেয়ে হালিমা আক্তার (৩) ও ছেলে আবু হুরাইরার (২) অবস্থা সঙ্কটাপন্ন হলে তাদের প্রথমে সদর হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অন্যদিকে সুমাইয়া আক্তারের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুমাইয়ার বাবা সোহাগ খান বলেন, ছয় বছর আগে গোসাইরহাট উপজেলার ডালীরহাট গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদারের সঙ্গে আমার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। সাইফুল ভ্যানচালক। বিয়ের পর থেকেই দুজনের সঙ্গে ঝগড়া হতো। ওরা গোসাইরহাট দাসেরজঙ্গল এলাকায় দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। রোববার দুপুরে পারিবারিক বিষয়ে সুমাইয়ার সঙ্গে মতবিরোধ হয় সাইফুলের। একপর্যায়ে সাইফুল বাসার থেকে বের হয়ে গেলে সুমাইয়া ক্ষোভে নাতনি হালিমা ও নাতি আবু হুরাইরাকে বিষপান করিয়ে নিজেও বিষ (কীটনাশক) পান করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে সুমাইয়া মৃত্যুবরণ করেন। তার দুই সন্তানের চিকিৎসা চলছে। এখনও কোনো অভিযোগ হয়নি।’