আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট কিম জং উনের অবাধ্য হওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। আগস্টের প্রথম দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জুংআং ইলবো এ তথ্য জানিয়েছে।
বাবা কিম জং ইলের মৃত্যুর পর ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জং উন। ওই সময় দলের বেশ কয়েকজন নেতা উনের বিরোধিতা করেছিলেন। ক্ষমতা সুসংহতের পর এসব নেতার একে একে মৃত্যুদণ্ড দিয়েছেন উন। এমনকি উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত নিজের ফুফা জ্যাং সং থায়েককে দলবাজি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ২০১২ সালে মৃত্যুদণ্ড দেন উন।
অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জুংআং ইলবো জানিয়েছে, প্রাক্তন কৃষিমন্ত্রী হোয়াং মিন ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়ং জিনকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়েছে উত্তর কোরিয়া সরকার।
কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা অবশ্য যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া উত্তর কোরিয়ার বিষয়গুলোর সমন্বয়ক দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।