দুটি ওয়ান শ্যুটারগান একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শ্যুটারগান এবং তিন রাউন্ড কার্তুজসহ মো. মহিন উদ্দিন বাবলু (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃত মহিন উদ্দিন বাবলু উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চিকনদন্ডী গ্রামের মৃত অলি আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চিকনদন্ডী ইউনিয়নের কারকনের পাড়াস্থ জনৈক জহির মাঝির ঘরে অভিযান চালানো হয়। লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে পরিচালিক অভিযানে বাবলুকে গ্রেপ্তার ও তার হেফাজতে থাকা দুটি ওয়ান শ্যুটার গান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাবলুর বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।