দুতের্তের সমালোচকদের মুখ বন্ধের কৌশল জানতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ফিলিপাইনে তিনি কিভাবে গণমাধ্যম ও সমালোচকদের সামাল দেন তা জানতে চেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গত সপ্তাহে ফোনালাপের সময় ট্রাম্প তার কাছ থেকে এ বিষয়ে জানতে চেয়েছেন। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুতের্তে।

দুতের্তে ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছিলেন। তার নির্দেশে পরিচালিত এসব অভিযানে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও এর সমালোচনা করেছিলেন। এর জের ধরে ওবামাকে বেশ্যাপুত্র বলতেও কসুর করেননি দুতের্তে।

ট্রাম্প এ অভিযানের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন দুতের্তে। তিনি বলেন, ট্রাম্প বলেছেন ‘ আপনি অনেক ভাল কাজ করছেন। আমি জানি এই মার্কিনিদের সমালোচনার বিষয়ে আপনি উদ্বিগ্ন। আপনি অনেক ভাল করছেন, চালিয়ে যান।’

ম্যানিলায় সাংবাদিকদের দুতের্তে বলেন, ‘ আপনারা যদি শুনতেন ট্রাম্প আমার সঙ্গে এখন কিভাবে কথা বলছেন। আমি ইতিমধ্যে নিজেকে সাধু মনে করছি।’

ট্রাম্প কফি পানের দাওয়াত দিয়েছেন উল্লেখ করে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প বলেছেন আপনি যখনই নিউ ইয়ক সিটি কিংবা ওয়াশিংটন ডিসিতে আসবেন, আমার সঙ্গে দেখা করবেন। আমরা একসঙ্গে কফি পান করব।’