দুদকের নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিনকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই আদেশ জারি করা হয়েছে।

গত ১৪ আগস্ট চাকরির মেয়াদ শেষ হওয়ায় দুদক সচিব আবু মো. মুস্তফা কামাল পিআরএলে যান। এরপর আজ এ আদেশ জারি হলো।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের মো. শামসুল আরেফিন ময়মনসিংহের ত্রিশালের বইলর গ্রামের সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।