দুদকের প্রধান কার্যালয়টি এখন সম্পূর্ণভাবে তদবিরবাজ মুক্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শনিবার দুদকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘কমিশনের দায়েরকৃত মামলার সফল নিষ্পত্তির লক্ষ্যে করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কর্মশালায় দুদকের ময়মনংসিংহ, ঢাকা-২, টাঙ্গাইল ও ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের অধীন পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের প্রধান কার্যালয়টি এখন সম্পূর্ণভাবে তদবিরবাজ মুক্ত হয়েছে। এখন আর ফ্লোরে-ফ্লোরে তদবিরবাজদের দেখা যায় না। এমনকি অন্যভাবেও কেউ দুর্নীতির মামলায় অনৈতিক তদবির করতে আসেন না। কারণ ইতোমধ্যে সবাই জেনে গেছেন- তদবির করে লাভ নেই।’

প্রতিষ্ঠান হিসেবে দুদকের অনেক সমালোচনা রয়েছে, স্বীকার করে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠানটি অনেক ভালো কাজও করছে। আর যাই হোক কমিশনের প্রধান কার্যালয়টি এখন সম্পূর্ণভাবে তদবিরবাজ মুক্ত হয়েছে। এখন আর ফ্লোরে-ফ্লোরে তদবিরবাজদের দেখা যায় না। কারণ ইতোমধ্যেই তারা জেনে গেছেন এখানে তদবির করে কোনো লাভ হবে না। ভুয়া নোটিশ পাঠিয়ে কিংবা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির অভিযোগও এখন আর শোনা য়ায় না। এটা আমাদের অর্জন, এই অবস্থা ধরে রাখতে হবে।’

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনজীবীগণ নাগরিকের জীবন, সম্পদ ও অধিকার সংরক্ষণে পেশাগত দায়িত্ব পালন করেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা কমিশনের গুরুত্বপূর্ণ অংশীদার। মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাগত পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নির্মোহভাবে কমিশনের মামলা পরিচালনা করবেন।’

ইকবাল মাহমুদ বলেন, ‘প্রসিকিউটর হিসেবে আপনারা বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য-প্রমাণাদির অংশ হিসেবে আলামত, সাক্ষী উপস্থাপনসহ যুক্তিতর্কের মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে মামলার দালিলিক নির্যাস উপস্থাপন করবেন। আপনাদেরে সকলের সমন্বিত চেষ্টার ফলেই কমিশনের মামলায় সাজার হার ৩৭ শতাংশ থেকে এ বছর প্রায় ৭০ শতাংশে উন্নীত হয়েছে। তাত্ত্বিকভাবে আমরা সকলেই কমিশনের মামলায় শতভাগ সাজা প্রত্যাশা করতেই পারি। কারণ কমিশন মামলার প্রযোজনীয় ও প্রমাণযোগ্য দালিলিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই অভিযোগপত্র অনুমোদন দিয়ে থাকে।’

যদি কমিশনের মামলায় আইনজীবীদের ঐকান্তিক চেষ্টায় প্রকৃত দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গকে শাস্তির মুখোমুখি করা যেতে পরে, তবেই দুর্নীতি প্রতিরোধে কমিশন সফল হবে বলেও মন্তব্য করেন ইকবাল মাহমুদ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (আইন) মো. মঈদুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (প্রসিকিউশন) শেখ ফারুক হোসেন, উপপরিচালক (প্রসিকিউশন) মো. মনিরুজ্জামান খান প্রমুখ।