
জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের রিভিউ পিটিশন দাখিলকে ‘সম্পূর্ণরুপে বেআইনি’ বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘এটি দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন-বিষয়টি আইনে আছে কী না সেটির ব্যাখ্যা প্রয়োজন। এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি।’
‘সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। উদ্দেশ্য হচ্ছে-বেগম জিয়াকে হয়রানি করা। দুদক কর্তৃক এই রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরুপে হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক’, বলেন রুহুল কবির রিজভী।
বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকারের যে কথা ওবায়দুল কাদের বলেছেন তার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংসদে তো জনগণের কোনো প্রতিনিধি নেই। এভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা হবে একদিকে যেমন অবৈধ, তেমনি অন্যদিকে তাদের দ্বারা কখনোই সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া সম্ভব নয়।
দেশের বেশ কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ‘সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে’ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ইতিমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন নাজিরহাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশনের নিশ্চল, নির্বিকার ভূমিকা পালন করছে।’