
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে রদবদল হয়েছে।
দুদকের বর্তমান মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঞাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক অপর এক আদেশে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জাফর ইকবালকে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের আদেশ জারি করা হয়েছে বলে সোমবার দুদক সচিব আবু মো. মোস্তাফা জানিয়েছেন।