দুদক ২০ সদস্য বিশিষ্ট আর্মস ইউনিটের যাত্রা শুরু হলো

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তার অভিযান জোরদার করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০ সদস্য বিশিষ্ট আর্মস ইউনিটের যাত্রা শুরু হলো। অনুসন্ধান ও তদন্ত কাজকে অধিক গতিশীল করা এবং পুলিশের ওপর নির্ভরশীলতা কমাতেই দুদকের এ উদ্যোগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আর্মস ইউনিটের সদস্য হিসেবে পুলিশের ২০ জন অস্ত্রধারী সদস্য দুদকে যোগ দিয়েছেন। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী পুলিশ সদস্যদের স্বাগত জানান।

জরুরি প্রয়োজন মেটাতে ২০ সদস্যের এ আর্মস ইউনিট কাজ করবে। ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় দুদক থেকেই পৃথক আর্মস ইউনিট গঠন করা হবে।

এ বিষয়ে দুদক সূত্র জানায়, আসামি ধরতে দিনে কিংবা রাতে সব সময়েই দুদককে অভিযান চালাতে হয়। এজন্য দুদকের কর্মকর্তারা সব সময় পুলিশের সাহায্য নিয়ে থাকেন। অনেক সময় এ কাজে পুলিশের সঙ্গে সমন্বয় করতে গিয়ে নানা জটিলতার কারণে গ্রেপ্তার অভিযান ব্যর্থ হয়। এসব বিবেচনা করে পৃথক আর্মস ইউনিট করা হয়েছে। এরই মধ্যে দুদকের আর্মস ইউনিট একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালাতে নেমে পড়েছে।