
দক্ষিণ ভারতীয় তারকা নীতিন ও কীর্তি সুরেশ অভিনীত ‘রং দে’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৬ মার্চ। রং দে’ দর্শকের নজর কেড়েছে। দারুণ গল্প আর নীতিন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা কীর্তি সুরেশের রসায়ন এবং গান ও সিনেমাটোগ্রাফি পছন্দ করেছেন তাঁরা। আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে।
প্রথম দিন অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ‘রং দে’ সংগ্রহ করেছে ৪.৫১ কোটি রুপি। আর সব মিলিয়ে মুক্তির দিন বিশ্বব্যাপী এ সিনেমার সংগ্রহ ৫ কোটি ২৬ লাখ রুপি। দ্বিতীয় দিনে এ সিনেমার সংগ্রহ চার কোটি রুপি। সেই হিসাবে, দুদিনে নয় কোটির বেশি সংগ্রহ ‘রং দে’র।
ভেঙ্কি আটলুরি পরিচালিত রোমান্টিক-কমেডি সিনেমা এটি। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘রং দে’ প্রযোজনা করেছেন সূর্যদেবারা নাগা বামসি। সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।