দুমকিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের একটি চা দোকানের সামনে থেকে বিক্রির সময় ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করে দুমকি থানা পুলিশ।
 আটককৃত মনির হোসেন (৪৮) উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে ও হাসমত উল্লাহ রুবেল (৪৬) একই গ্রামের মৃত মফিজউল্লাহর ছেলে। সূত্রে জানাযায়, হাসমতউল্লাহ রুবেল একজন  নিয়মিত মাদক ব্যবসায়ী ইতিপূর্বে অনেকবার তিনি গ্রেফতার হইছে, তবে কোর্টে জমিনের জন্য একটা সু কৌশল তৈরি করে এই মাদক ব্যবসায়ী।
 দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামিদ্বয়কে বুধবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।