দুমকীতে পুলিশের বিশেষ অভিযান, নাশকতা মামলায় আটক- ৩

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতাসহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির  মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে।
রবিবার(২৯ অক্টোবর) ভোর রাত ৫ টার দিকে উপজেলার পায়রা সেতুর টোল প্লাজা থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার(৪৩), ওইদিন বিকেল ৩ টায় লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ জাহান মানিক (৪৫) এবং দিবাগত রাত ১২টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের জামলা বাজার এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম (২৩) আটক হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আসামিদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নাশকতার ঘটনায় জড়িতর অভিযোগ রয়েছে। তাদের সকলকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।