
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন; আমরা সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। এদেশে সকলে সবার ধর্ম পালন করবে। বিএনপির ক্ষমতায় এলে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ অতিথিদের স্বাগত জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং মাকসুদা চৌধুরীসহ অসংখ্য বিশিষ্টজন ও দর্শনার্থী।
বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করে।