দুর্ঘটনার কবলে পড়েছিলেন জাইরা ওয়াসিম

বিনোদন ডেস্ক : দুর্ঘটনার কবলে পড়েছিলেন দঙ্গল সিনেমাখ্যাত কাশ্মিরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। গত বৃহস্পতিবার রাতে এ অভিনেত্রীকে বহনকারী গাড়ি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীনগরের দাল লেকে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আনুমানিক রাত নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জাইরা যে গাড়িতে ছিলেন সেটি একজন রাজনীতিবিদের। গাড়িতে জাইরার সঙ্গে তার বন্ধু আরিফ আহমেদও ছিল।

এ প্রসঙ্গে স্থানীয় একজন বাসিন্দা সংবাদমাধ্যমে বলেন, ‘স্থানীয়রা দ্রুত তাকে এবং তার সঙ্গীকে উদ্ধার করে। তিনি (জাইরা) কোনো আঘাত পাননি, তবে তার সঙ্গী গুরুতর আঘাত পেয়েছেন।’ অপর এক বাসিন্দা বলেন, ‘দুজনই বেঁচে গেছেন, তবে তার বন্ধু কিছুটা জখম হয়েছেন।’

আমির খান অভিনীত দঙ্গল সিনেমার মাধ্যমে রাতারাতি খ্যাতি পান জাইরা ওয়াসিম। মহাবীর ফোগাট ও তার মেয়ে গীতা ও ববিতার জীবনী নিয়ে নির্মিত সিনেমাটিতে গীতার কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেন জাইরা। সিনেমায় তার চরিত্রটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পদক জেতেন তিনি। দঙ্গল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি।

এছাড়া সিক্রেট সুপারস্টার সিনেমায় অভিনয় করছেন জাইরা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন আমির খান। গত ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির টিজার। সিনেমাটিতে জাইরা একজন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করছেন। তার স্বপ্ন বড় শিল্পী হওয়া কিন্তু এতে বাদ সাধেন তার বাবা। পরবর্তীতে বোরকা পরে গান গেয়ে অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।