
মাহবুব রহমান: মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বাঘা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ময়মনসিংহের ত্রিশালে ডাকাত-পুলিশের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আশরাফুল ইসলাম (ডোল) নিহত হয়েছে। এসময় ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান। এতে খুন, অস্ত্রসহ ১৪ মামলার আসামি আশরাফুল ইসলাম(ডোল) নিহত হয়। তার বাড়ী গফরগাঁও উপজেলায়। এ সময় পুলিশ আরো ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। সন্ত্রাসী আশরাফুল ইসলাম (ডোল) এর মৃত্যুর খবর শুনে গফরগাঁও বাসী আনন্দিত, কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্ত্যা মামলার আসামী তার অত্যাচারে অতিস্ট গফরগাঁও বাসী। তার মৃত্যুর খবরের সংবাদে পৌরবাসী আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ চলছে।ডিবির সাথে বন্দুক যুদ্ধে নিহত হয় আশরাফুল ইসলাম (ডোল)।