
নিজস্ব প্রতিবেদক : কৌশলগত কারণে দুর্নীতিবিরোধী অভিযান কখনো তীব্র আবার কখনো মৃদু করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে ৪৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আপনারা সমাজের নৈতিক মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য সামাজিক কাজে সম্পৃক্ত হবেন। কর্মকর্তা ও কর্মচারীগণ যাতে ন্যূনতম ভোগান্তির শিকার না হন- এ বিষয়ে আমরা সর্বদা সতর্ক থাকি। দুদকের কর্মকর্তাদের পেনশন, প্রভিডেন্ড ফান্ড ও অন্যান্য কল্যাণমূলক প্রাপ্য ফাইল দ্রুত নিষ্পত্তি করা হয়।
মৃত্যু ব্যতীত জীবনে কোনো অবসর নেই উল্লেখ করে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান কমিশন এমনভাবে পদোন্নতি দিতে চায় যাতে কোনো প্রশ্ন না উঠে। আপনাদের পদোন্নতি আমরা এমন প্রক্রিয়ায় দিতে চাই, যে প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবেই জানা যাবে কেন পদোন্নতি পেয়েছেন অথবা কেন পদোন্নতি পাননি। স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অন্য কোনো প্রীতি পদোন্নতি প্রক্রিয়ায় থাকবে না।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনাদের মর্যাদা বৃদ্ধির জন্যই কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি ধীরে ধীরে নির্মূল করা হচ্ছে। আপনাদের সক্ষমতা বৃদ্ধির জন্যই দেশে-বিদেশে কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে। আপনারাও নিরলসভাবে কমিশনের দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিন, বিদায়ী কর্মকর্তামোঃ মঞ্জুর আহমেদ, মোঃ আব্দুস সোবাহান ও সাইফুল্লাহ মোঃ ইমরান।