দুর্নীতিবিরোধী কর্মসূচিতে শোভাযাত্রা না করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ট্রাফিক জ্যাম ও জনভোগান্তির কথা বিবেচনা করে দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে স্কুল চলাকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভবিষ্যতে দুদকের কোনো কর্মসূচি পালন করা হবে না।

সোমবার সকালে পারস্পরিক সহযোগিতা বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ট্রাফিক জ্যামের কারণে জনভোগান্তি বিবেচনা করে দুদক এ বছর থেকে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।’

দুদক এবং টিআইবির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধিতে দুদকের সম্মতি রয়েছে। সমঝোতার মাধ্যমেই যৌথভাবে বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

গত দেড় বছরে টিআইবি ও দুদকের যৌথ উদ্যোগে ১২টি গণশুনানি এবং চারটি তথ্য মেলা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া সততা সংঘ ও ইয়েস গ্রুপের সদস্যরাও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘গণশুনানির বিষয়ে একটি গবেষণালব্ধ মূল্যায়ন জরুরি। ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেলে আরও অধিক হারে গণশুনানির আয়োজন করা যেতে পারে।’

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি ও ফ্ল্যাটের বাজার মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত মৌজা রেইট/সর্বনিম্ন মূল্যের ব্যাপক পার্থক্য নিরসনের বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, টিআইবির সুমাইয়া খায়ের ও রিজোয়ানুল হক।