
আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির অভিযোগে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। রোববার (২৪ মে) তাকে জেরুজালেমের আদালতে বিচারের মুখোমুখি করা হয়।
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম নেতা যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ, ধোঁকাবাজি, বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সবকিছু বেশ জোরালোভাবে অস্বীকার করেছেন।
৭০ বছর বয়সী প্রধানমন্ত্রী মামলা চলাকালীন বিরোধী পক্ষের দেওয়া পদত্যাগের প্রস্তাব প্রত্যাখান করেছেন।
টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে দুর্নীতির অভিযোগ ওঠে নেতানিয়াহুর বিরুদ্ধে।
এক বছরের অধীনে তিনটি অনির্বাচিত নির্বাচনের পরে ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হয়েছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বেনি গ্যান্টজ।