দুর্নীতির মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির চার মামলায় প্রাক্তন সাব পোস্ট মাস্টারসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ঢাকা, রংপুর ও লালমনিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যানবাহন কর শাখার প্রাক্তন সাব পোস্ট মাস্টার মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মোটরযানের টোকেনের নামে আদায়কৃত ১০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের মামলায়। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাটের কালীগঞ্জের চাপারহাট শাখার প্রাক্তন সুপারভাইজার মো. মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ- তিনি ক্ষমতার অপব্যবহার করে ৪ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ওই একই মামলায় মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক।

সর্বশেষ নারায়ণগঞ্জের জালকুড়ির জাগরণ টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়াজীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে পোশাক রপ্তানি না করে সোনালী ব্যাংক লিমিটেডের ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। দুদক উপপরিচালক শেখ আবদুস ছালাম তাকে গ্রেপ্তার করেন।