
আলবেনিয়ার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এক নতুন সদস্য, তবে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এক ভার্চুয়াল বট! আর এই এআই মন্ত্রীর নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন।রামা বলেন, ‘দিয়েলা হলো আলবেনিয়ার প্রথম মন্ত্রী, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, ভার্চুয়ালি তৈরি। সরকারি টেন্ডার শতভাগ দুর্নীতিমুক্ত তা তিনি নিশ্চিত করবেন।’
আলবেনিয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির প্রধান খাত হিসেবে পরিচিত। দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের অর্থপাচারের কেন্দ্র হিসেবেও।এসব অভিযোগ ইউরোপীয় ইউনিয়নে আলবেনিয়ার প্রবেশ প্রক্রিয়াকে জটিল করেছে। যদিও রামা ২০৩০ সালের মধ্যে ইইউতে যোগদানের লক্ষ্য ঘোষণা করেছেন, বিশ্লেষকরা একে বেশ উচ্চাভিলাষী বলছেন।
তবে এআই মন্ত্রী ‘দিয়েলা’ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন, নাকি তার ওপর মানবিক নজরদারি থাকবে—সে বিষয়ে সরকার কোনো বিস্তারিত জানায়নি। ফলে প্রশ্ন উঠছে, এই এআই-মন্ত্রীকে প্রভাবিত বা হ্যাক করার কতটা ঝুঁকি রয়েছে।দিয়েলা প্রথম চালু হয়েছিল চলতি বছরের শুরুতে ই-আলবেনিয়া প্ল্যাটফরমে ভার্চুয়াল সহকারী হিসেবে।
ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সজ্জিত দিয়েলার কারণে তখন নাগরিক ও ব্যবসায়ীদের জন্য অনলাইনে নথি সংগ্রহের আমলাতান্ত্রিক জটিলতা কমে আসে।
তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ করেছেন হাসি ঠাট্টাও। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আলবেনিয়ায় দিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন।’ আরেকজনের মন্তব্য, ‘চুরি আগের মতোই চলবে, শুধু দোষ চাপানো হবে দিয়েলার ওপর।