নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আওয়ালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
ব্যারিস্টার মওদুদ আহমেদ খালেদা জিয়ার পক্ষে শুনানি করবেন।
এর আগে চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এ আবেদন দাখিল করেন। আবেদনে মামলার বিচার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ এর ক ধারার বিধান বলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীর্তি মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেছেন খালেদা জিয়া।