
সিলেট সংবাদদাতা : সিলেটে দুর্বৃত্তদের হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার আহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক ছাত্রলীগকর্মী।
বিকাল পাঁচটার দিকে নগরীর সুবিদবাজারে এ হামলার ঘটনা ঘটে।
মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান জানান, মহানগর ছাত্রদল নেতা নাবিল রেজা চৌধুরীর সমর্থকরা এ হামলার চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবিদবাজারের তারাদিন নামক রেস্টুরেন্টের সামনে থেকে আবদুল আলিম তুষারকে ধাওয়া করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তুষারকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।