দুর্যোগ মোকাবিলায় দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলার সক্ষমতা অর্জনের জন্য কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগে মৃত্যুহার শূন্যের কোঠায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আলোকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, দুর্যোগের পর ত্রাণ বিতরণের প্রথাগত পদ্ধতি ছেড়ে দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর মনোযোগ দিতে হবে। যে কোনো দুর্যোগে প্রতিবন্ধী, মহিলা ও শিশুদের উদ্ধার এবং পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।