দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের অধীনে সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সচিবালয় প্রতিবেদক : বন্যাকবলিত হাওর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের অধীনে সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হাওরের পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তাদের বন্যাকবলিতদের পাশে ২৪ ঘণ্টা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।