
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং দুষ্কৃতীদের কঠোর হস্তে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বুধবার বিকেলে জেলা পরিষদ নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় ইসি সচিবসহ পাঁচ কমিশনার উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘দুষ্কৃতকারী ইজ এ দুষ্কৃতকারী। এরা কোনো দলের নয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এদের বিষয়ে কোনো দায়িত্ব নিতে রাজি নয়।’
এদের প্রতিরোধের বিষয়ে ইসি কী ধরনের ব্যবস্থা নেবে, র্যাব পুলিশের সহায়তা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সময় আসলে দেখতে পাবেন।’
জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও গোলযোগের কোনো সংবাদ পাওয়া যায়নি।’
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাব ভোট গ্রহণ চলে।