দূর্গতী নাশিনী দেবীদূর্গা গোটকে অসছে ৮ম বারের মত হাকিম পুর শিকদার বাড়ী

এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের হাকিম পুর শিকদার বাড়ী মহাভারত ও রমায়নের ৭০১ জন দেব দেবী কে সাথে নিয়ে গোটকে চড়ে দূর্গতী নাশিনী জগৎ জননী প্রতিমাময়ী দেবীদূর্গা আসছে। দুই বাংলার সর্ব বৃহৎ এই মন্ডবে ঘুমহীন চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রতিবারের ন্যায় এবারে ও হাকিম পুরের শিকদারবাড়ী অনাড়ম্বর আয়োজনে সাজনো হচ্ছে পুজা মন্ডব, বেড়েছে প্রতিমার সংখ্যা। ”যা দেবী সর্ব্বভুতে মাতৃরূপে সু-সংস্থা নমস্তসময়ীঃ নমস্তসময়ীঃ নমঃ নমঃ” এই শ্লোক এর যতার্থ কে মুখ্য করে ৪ যুগে বিভিন্ন সময়ে অবতীর্ন্ন হওয় অবতার দের ঘটনা দিয়ে সাজানো হচ্ছে এবারের মন্ডব। তবে অকাল বোধন এই স্বারদীয় দুর্গাৎসব অন্যান্য বছরের তুলনায় এবার ভিন্ন আঙ্গিকে ভিন্ন রুপে হলেও দেবী যাবেন কিন্তু দোলায়।

প্রতিবছরের ন্যায় এই মন্দিরে প্রতিমা আর সাজ সজ্জার এটি হবে উপ-মহাদেশের সর্ববৃহৎ এবং সর্ব শ্রেষ্ঠ। বৈশাখ থেকে খুলনার কয়রা উপজেলার হাতিয়াডাঙ্গা গ্রামের বিজয় কৃষ্ণ বাছাড় এর নেতৃত্বে ১৫জন ভাস্কর দিন রাত বিরামহীন পরিশ্রম করে প্রতিমা তৈরীর কাজ করেছেন। নানান রকম রং আর সাজসজ্জায় সনাতনের সব দেব দেবী শুয়ে বসে নানা ঢঙ্গে সুসজ্জিত করে মন্দিরকে করেছে রামায়ন ও মহাভারতের বাস্তব ছবি রয়েছে বিশ্বামিত্রের সঙ্গে শ্রীরাম-রণ, তাড়কা-সংহার, বিশ্বামিত্রের যজ্ঞ-রা, অহল্লা উদ্ধার, পূষ্পে বটিকাতে শ্রীরাম-রণ, রঙ্গভূমিতে দুই রাজ কুমার, স্বয়ংবর সভায় রণের রোধ, ধনুক ভঙ্গ, চার কুমারের বিবাহ, পিতার বাক্য পালন, সীতার উপদেশ-বন গমন, শ্রীকৃষ্ণের ক্রুক্ষেত্রের যুদ্ধ কাহিনী, মাঝির ভাগ্য ও চিত্রকুটের শোভা সহ নানান কাহিনী নিয়ে বিশাল মন্দিরটিকে সুসজ্জিত করা হচ্ছে।

প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত ভাস্কর বিজয় কৃষ্ণ বাছাড় জানান, পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী অবলম্বনে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তি দিয়ে। কলিকাতার সীতারাম এর গীতা প্রেস এর বই থেকে সংগৃহীত সত্য, ত্রেতা, দ্বাপর আর কলকি যুগের বিভিন্ন অবতারের লীলা কাহিনী নিয়ে তৈরী করা হয়েছে প্রতিমা গুলি । যা ভক্তদের মনকে পুলকিত করবে এবং সনাতন ধর্ম সম্পর্কে আরো বেশী জানতে পারবে।
মন্ডব ঘুরে দেখা গেছে, মনু-শতরুপাকে বর দান, দেবতাদের প্রার্থনা, শ্রী,রামাবতার,সচ্চিদানন্দের জ্যোতিষী, দশরথের ভাগ্য, ধনু বিদ্যার অভ্যাস, সখাদের সঙ্গে শিকার সহ সতেরোটি বাল্য লীলার কাহিনী রুপায়িত করা হয়েছে। মন্দির কমিটির কয়েকজন সদস্য বলেন, মন্দিরের ভিতরে বিভিন্ন দেব দেবীর ৭০০ টি প্রতিমা তৈরী করা হলেও বাইরে অর্থাৎ পুকুর পাড়ে ৪০ ফুট লম্বা বিশাল দেহী- লক্ষী নারায়নের প্রতিমা তৈরী করা হবে। যে গুলি শুধু মাত্র রং সোলা আর লাইটিং দিয়েই তৈরী করা হচ্ছে। শিকদার বাড়ী পূজা মন্দির কমিটির সভাপতি ও প্রধান পৃষ্টপোশক ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার বলেন, ধর্ম যার যার আনন্দ সবার এটি যেমন স্বাশত পিছিযে পড়া সনাতন ধর্ম কে হিন্দু সমাজের কাছে তুলেধরা এবং সৃষ্টি কর্তার পূর্ণ করুনা ও সন্তুষ্টির জন্য আমি এ ধরণের উদ্যোগ নিয়েছি। তাই ২০১০ সাল হতে এই মন্দিরে স্বারদীয় দুর্গা পূজা শুরু করেন। তার পর হতে ধারাবাহিক ভাবে এই ৮ম বার অন্যান্য বছরের তুলনায় জাকজমক পূর্ণ ভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ-বিশের ধর্মানুরাগীদের উপচে পড়া ভীড় থাকবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এ প্রসংগে এ পূজার পৃষ্ঠপোষক শিল্পপতি লিটন শিকদার কথা হলে তিনি জানান, আমার এ প্রচেষ্টায় ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হলে আমার এ প্রয়াশ স্বার্থক হবে।