
‘দেখলে তোরে’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সঙ্গে আছেন আলভি। দুজন কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতও করেছেন আলভি।
গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন ইয়াছিন হোসেন নিরু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ।
কণ্ঠশিল্পী কর্ণিয়া বলেন, ‘ঈদের আনন্দ বাড়িতে তুলতে নতুন গান প্রকাশ করছি। একেবারেই ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছে করবে। লকডাউনের আগে আমরা দুদিনের প্রস্তুতিতেই মিউজিক ভিডিওর কাজ শেষ করেছি। সব পরিশ্রম স্বার্থক হবে, যদি গানটি ভক্ত-দর্শকের ভালো লাগে।’
‘দেখলে তোরে’ গানের মিউজিক ভিডিও আসছে পবিত্র ঈদুল আজহায় কর্ণিয়ার ইউটিউব চ্যানেলে।