দেখুন তো মিল পাচ্ছেন কিনা আপনার মনের সঙ্গে

১। এর জন্য এত সাজগোজ!
মা-বাবার পছন্দের ছেলেটিকে দেখে মনে হল সে যেন সবে ঘুম থেকে উঠে এসেছে। আর তার জন্যই কিনা পার্লারে গিয়ে টাকা খরচ করে এত সাজগোজ।

২। টাক রয়েছে বাবা-কাকার!
এইরে! বাবা-কাকা দু’জনেরই তো মাথা ভর্তি টাক। মানে, বয়স বাড়লেই ছেলেটিরও এমন হবে নাকি?

৩। বড্ড চেনা লাগছে যেন!
ঠিক। মুখটা প্রায় একই রকম রয়ে গেছে ছেলেটির। কিন্তু, একে তো সেই কবেই বাতিল তালিকায় ফেলে রাখা হয়েছিল। চিন্তে পারেনি তো আমাকে!

৪। কী কেলেঙ্কারি!
ও কি জানে যে ওর ছোটবেলার বন্ধুর সঙ্গেই আমার সম্পর্ক ছিল এক সময়ে।

৫। শাড়ি পরে দেখতে চায় ওর মা!
যত্তোসব। ওর মা কি জানে যে বিদেশে গিয়ে, মহিলাদের কী ধরনের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে তাঁর ছেলে।

৬। বিয়ের পরেও চাকরি করার স্বাধীনতা!
ভাবা যায় না! কিন্তু, বাড়ি ফিরে সংসার সামলেতে হবে! কনডিশন অ্যাপ্লায়েড।

৭। পরস্পরকে জেনে নেওয়া!
সেই আদি অনন্তকাল ধরে চলে আসা নিয়ম, ‘বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এস ওকে’। মা-বাবা যেন এই কথাটা না বলে।

৮। ও কি রান্না করতে পারে?
তাহলে যে খুবই সুবিধা হয়। না হলে, ঘর সামলে চাকরি করাটা বেশ চাপের ব্যাপার যে।

৯। দেখেই কেমন যেন মনে হল…
ঠিক যা ভেবেছিলেন, তাইই হল! সুযোগ বুঝে ছেলেটা ঠিক জিজ্ঞেস করল আপনার কুমারিত্ব নিয়ে।

১০। অসম্ভব!
কী ভেবেছিলেন আর কী দেখছেন! এই লোকটার সঙ্গে কাটাতে হবে সারাটা জীবন!