দেবায়ন মুখার্জি আমাদের জীবন বদলে দিয়েছেঃ শ্রেয়া ঘোষাল

ভারতের অন্যতম ও মিষ্টি সুরের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল বিয়ে করেছিলেন ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বন্ধু শিলাদিত্য মুখার্জিকে। দীর্ঘ ৬ বছর পর পুত্র সন্তানের জন্মদেন এ শিল্পী। জন্মের ১৩ দিন পর ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি এবং ছেলের নাম রেখেছেন দেবায়ন মুখার্জী এমনটাই জানান তার ইনস্টাগ্রাম এর পোষ্টে।

২২ মে পুত্র সন্তান জন্ম দিয়েছেন শ্রেয়া। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন সংগীতশিল্পী নিজেই। ছবি পোস্ট করে শ্রেয়া ঘোষাল লিখেছেন, পরিচয় করিয়ে দিচ্ছি- দেবায়ন মুখার্জিকে সে ২২ মে এসেছে এবং আমাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। জন্মের সময় প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে, এমন ভালবাসায় যা শুধু একজন মা কিংবা বাবাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।

তিনি আরো লিখেছিলেন, সৃষ্টিকর্তা আজ দুপুরে আমাদের একটি পুত্র সন্তান উপহার দিয়েছে। এটি অন্যরকম এক অনুভূতি, যা আগে কখনো হয়নি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।

ফের সুখবর দিয়েছেন এ সংগীতশিল্পী। বাড়িতে গণেশ পুজা দিয়ে খবরটি জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়া লিখেছেন, ‘জয়দেব জয়দেব আরতি সব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আমার জীবনে গণেশ আরতির বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে গণেশ চতুর্থীর সময়ের মাহাত্ম্য অন্যরকম। এই গানটা রেকর্ড করতে পেরে আমার খুব ভালো লাগছে।

এর আগে ৪ মার্চ বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন শ্রেয়া। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তান জন্ম দেওয়ায় বেশ উচ্ছ্বসিত এ গায়িকা। ধারণা করা হচ্ছিল, তাদের প্রথম সন্তানের নাম হতে পারে ‘শ্রেয়াদিত্য’। কারণ বেবি বাম্পের ছবি প্রকাশ করে হ্যাশট্যাগ দিয়ে ‘শ্রেয়াদিত্য’ লিখেছিলেন তিনি, কিন্তু তা আর হয়নি। শ্রেয়া-শিলাদিত্য দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে দেবায়ন মুখার্জি।