দেবীগঞ্জে জেএমবি তিন সদস্যকে গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে দেবীগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জক (২২), একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫) ও পামুলী ইউনিয়নের অলিউদ্দিনের ছেলে নুর আলম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজার থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ও নুর আলমকে কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেপ্তারকৃতরা তালিকাভুক্ত জেএমবি সদস্য এবং তারা একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।