বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় তারকা দেব-নুসরাতে আপকামিং সিনেমা ‘জুলফিকার’। সিনেমাটির পরিচালক সৃজিত মুখার্জি। পরিচালকের কারণেই এ সিনেমাটি নিয়ে বাড়তি একটা আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
কারণ সৃজিতের সিনেমা মানেই চিরাচরিত ধারার বাইরে নতুন কিছুর সন্ধান। ‘অটোগ্রাফ’, ‘হেমলক সোসাইটি’, ‘বাইশে শ্রাবণ, ‘চতুষ্কোণ’, ‘রাজকাহিনী’র মতো সিনেমাগুলো তার বাস্তব উদাহারণ। সৃজিতের জুলফিকার সিনেমাটির কাহিনি উইলিয়াম শেক্সপিয়ারে ২টি ট্রাজিক গল্প ‘জুলিয়াস সিজার’ এবং ‘অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা’ অবলম্বনে নির্মিত।
সম্প্রতি মুক্তি পেয়েছে জুলফিকার সিনেমাটির নতুন গান কাটাকুটি খেলা। তবে আপাতদৃষ্টিতে এই গানটি দেব-নুসরাতের প্রেমের কথাই বলছে। দেখা গেছে, সবার চোখে ধুলো দিয়ে নিভৃতি খুঁজে নিয়েছেন দেব ও নুসরত। চলছে তাদের খুঁনসুটি।
কাটাকুটি খেলা গানটির সুর করেছেন অনুপম রায়। কণ্ঠ দিয়েছেন শান ও শ্রেয়া ঘোষাল। আগামী ৭ অক্টোবর টলিউডে মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন: দেব-নুসরাতের কাটাকুটি খেলা