দেরি সইছে না যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : তুমুল বিক্ষোভের মধ্যে একটি বিতর্কিত ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আগাম বসানোর কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ‘টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) নামক এই প্রযুক্তি স্বল্প ও মাঝারি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত ও ধ্বংস করতে ব্যবহৃত হবে।

ওবামা প্রশাসনের আমলে শুরু হওয়া থাড প্রযুক্তি ২০১৭ শেষে কর্মক্ষম হওয়ার কথা ছিল। কিন্তু উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ প্রচেষ্টার মাধ্যমে তা আগেভাগেই কর্মক্ষম করা হল, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে।

রাজধানী সিউলের একটি পরিত্যাক্ত গলফ কোর্সে প্রতিরক্ষা ব্যবস্থা থাড বসানো হচ্ছে। সামরিক পরিবাহক থাডের সাজসরঞ্জাম যথাস্থানে নিয়ে যাওয়ার সময় পুলিশ হাজারো বিক্ষোভকারীকে পরিবেষ্টনীর বাইরে রাখতে চেষ্টা করে। এ সময় জনতার ভিড় থেকে পানির বোতল ছোঁড়ার ঘটনাও ঘটে। বিক্ষোভের সময় অন্তত ১০ জন আহত হন। বিক্ষোভকারীরা অনেকেই পাশর্^বর্তী দুটি শহরের বাসিন্দা।

বিক্ষোভকারী কিম জং-কিয়ুং রয়টার্সকে বলেন, থাড এখনও চালু হয়নি, তাই তারা চান তার আগেই নতুন সরকার এই পরিকল্পনা নতুন করে ভেবে দেখুক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীনকে দেশটির লাগাম টেনে ধরতে বলছে। বুধবার উত্তর কোরিয়া সংকট নিয়ে মার্কিন সিনেটরদের এক গোপন বৈঠকও বসছে বলে জানা গেছে।

এ দিকে চীন বলছে, থাড স্থাপনা এ অঞ্চলে উত্তেজনা বরং বাড়াবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সাংবাদিকদের জানিয়েছেন, থাড স্থাপন করা নিয়ে চীন যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে এই সামরিক স্থাপনা তুলে নিতে অনুরোধ করছেন।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন দেশটিতে নিজেদের পর্যটক দলের উপর নিষেধাজ্ঞাসহ একাধিক অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। এতে দক্ষিণ কোরিয়া বিশ^ বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করলে চীন অবশ্য থাড প্রতিস্থাপনার সঙ্গে এর সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। পাশাপাশি চীন একটি নতুন বিমানবাহী সামরিক জাহাজের উদ্বোধন করেছে।

এরই মধ্যে উত্তর কোরিয়ার সমরসজ্জা নিয়ে দেশটি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় অব্যহত রয়েছে। ট্রাম্পের রণতরী পাঠানোর হুমকির পর একাধিক যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার দিকে রওনা হয়েছিল। এবার তাতে যোগ দিয়েছে ডুবোজাহাজ ইউএসএস মিশিগান।

অন্যদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আরো ধৈর্যশীল হতে অনুরোধ করেছেন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন