ঢাকা | ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন। শনিবার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এ সময় তিনি আইরিসের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার তথ্য যাচাই শেষে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন।
ভোটার নিবন্ধন শেষে নির্বাচন কমিশন ভবনের বাইরে উপস্থিত অভিবাদন জানাতে আসা জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


