দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচার যেন কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদমুক্ত দেশগঠন এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারকে টিকে রাখার কোনো বিকল্প নেই।

২২ ডিসেম্বর রোববার বিকালে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন আরও বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা ভিন্ন ভিন্ন রূপে নতুন নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা কখনো আনসারলীগ, কখনো রিক্সা লীগ, কখনো গার্মেন্টস শ্রমিকলীগ, কখনো ইস্কন লীগ সেজে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছে। কিন্তু দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ থাকায় তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, অংশগ্রহণমূলক এবং সকলের কাছে গ্রহণযোগ্য। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে।

মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দীন খান বলেন, পতিত হাসিনা সরকার জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু পারেনি। কারণ দেশের মানুষ জামায়াতকে ভালবাসে। বিচারের নামে প্রহসন করে তারা জামায়াতের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে এবং জেলে আটকে রেখে হত্যা করেছে। খুনি হাসিনা সরকার পিলখানায় দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। জনআকাক্সক্ষা হল জুলাই-আগস্ট-এর বিচারসহ সকল অন্যায় হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারী ওয়াস কুরুনী জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চল টিম সদস্য ড: আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর জারজিস হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হুসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, মেহেরপুর পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার প্রমুখ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি মো: আবু রায়হান।

কর্মী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারের এসে সম্মেলনে যোগদান করেন।