দেশী মদসহ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ দেশি মদসহ ইউনিয়ন বিএনপির এক নেতাকে আটক করেছে নীলফামারী থানা পুলিশ।

আটক নুরুল আমিন (৫৫) জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামার গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। তিনি খুটামারা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া খুটামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্যও ছিলেন তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী শহরের হাড়োয়া মিশন এলাকা থেকে দেশীয় মদসহ তাকে আটক করা হয়।

সদর থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।