দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক

সচিবালয় প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রী।

শিল্পমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক ও র‌্যাবের মহাপরিচালকসহ মন্ত্রিসভা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, ‘গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ভূমিদস্যুরা জড়িত।’

আমির হোসেন আমু বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত। ঘটনার তদন্ত হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’

নরসিংদীতে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।