দেশের উন্নয়নে প্রবাসী ভাই-বোনেদের অবদান অস্বীকার করা যাবে না: পরিকল্পনামন্ত্রী

দেশের উন্নয়নে প্রবাসীদের ‍অবদানের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স যোদ্ধা, দেশের উন্নয়নে তাদের অবদান অস্বীকার করা যাবে না।’

এ দেশের প্রবাসীরা কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেলে আরও বেশি টাকা রোজগার করতেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ব্রিটিশরা এদেশে বিভেদের বীজ রোপণ করেছিল আর পাকিস্তানিরা এদেশে বিভেদ চরম আকারে নিয়ে গিয়েছিল। আজকের বাংলাদেশে কোনো বিভেদ নেই। সারা দেশে সমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ মেশিনারিজ ব্যবহারের দিকে অনেক পিছিয়ে আছে। অথচ উন্নত বিশ্বের মানুষ মেশিনারিজের ব্যবহারের সবচেয়ে বেশি এগিয়ে আছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজকর্মে মেশিনের ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ দেশের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করে। হাওর এলাকার গরিব মানুষের জীবনমানের উন্নয়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এখন ঘরের মা বোনেরাও রাতে বিদ্যুতের বাতি জ্বালিয়ে কাজ করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।