দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান

বর্তমান সরকার দেশের উন্নয়নের যে ধারা তৈরি করেছে, তা অব্যাহত রাখার জন্য সবাইকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

শুরুতেই আনসারের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত প্যারেড প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। সাহসিকতা, কৃতিত্বপূর্ণ কাজ ও সেবার জন্য ১৬২ জন আনসার সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পুরস্কার প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রা যেন থেমে না যায়, তার জন্য আমরা সবাই প্রচেষ্টা নেবেন।’ দেশের উন্নয়নের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ আনসারের আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এ ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কাজেই সবাই সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমি আশা করি।’

শেখ হাসিনা এ প্রসঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা এবং এ অঞ্চলের মানুষকে জলবায়ুর অভিঘাত থেকে মুক্ত রাখা এবং উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে শতবর্ষ মেয়াদি ডেলটা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নেও তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করেন।

সরকারপ্রধান বলেন, ‘এ পরিকল্পনা আমি দিয়ে গেলাম, যেন বাংলাদেশের এ উন্নয়নের অগ্রযাত্রা আর কখনও কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিল। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে, মহাকাশে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আমরা উৎক্ষেপণ করেছি, অনলাইনে সমস্ত কাজকর্ম হচ্ছে। ভূমি পড়র্চা থেকে শুরু করে সবকিছুই এখন ডিজিটালাইজড হচ্ছে। করোনার মধ্যে আর্থিক প্রণোদনাও ডিজিটাল পদ্ধতিতে সরাসরি প্রাপকের কাছে পৌঁছে দিয়েছি। সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সময়ে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। তাদের জন্য জমি দিচ্ছি, ঘর করে দিচ্ছি। পাশাপাশি প্রতিটি ঘরে আলো জ্বালানোর যে ঘোষণা দিয়েছিলাম-সে অনুযায়ী ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আনসার সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং তাঁকে রাষ্ট্রীয় অভিবাদনও জানানো হয়।

শেখ হাসিনা বলেন, ‘এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে চাই। আর সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আর এ ক্ষেত্রে এই বাহিনী সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ দমনে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ এবং আমরা শান্তিতে বিশ্বাস করি। আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার স্বচ্ছলভাবে জীবন যাপন করুক, সুন্দরভাবে বাঁচুক-সেটাই আমরা চাই। সেজন্যই একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন।’