দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় এরশাদের বিকল্প নেইঃ জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদকঃ দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার বিকেলে ঢাকা-১৭ আসনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে গণসংযোগ করার সময় এ কথা জানান তিনি। বেলা সাড়ে তিনটায় গুলশানের শাহাজাদপুর এলাকায় মিছিল নিয়ে লিফলেট বিতরণ করেন দলের নেতারা।

এ সময় রুহুল আমি বলেন, ‘প্রমাণ হয়েছে এরশাদ ছাড়া কেউ সহনশীলতার রাজনীতি উপহার দিতে পারেনি। দেশের মানুষ তাকিয়ে আছে হুসেইন মুহম্মদ এরশাদের দিকে। অপেক্ষা করে আছে লাঙল মার্কায় ভোট দিতে।’

এ সময় আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদকে জয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।

২০০৮ সালে ঢাকা-১৭ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে হুসেইন মুহম্মদ এরশাদ যে ব্যাপক উন্নয়ন করেছেন তা ভোটারদের স্মরণ করিয়ে দেন জাতীয় পার্টির নেতারা। পরে গুলশানের মানারাত এলাকায় গণসংযোগ হয় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।