নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন কাজে সবাইকে যত্মবান হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উদ্যোগে সেমি এনুয়্যাল মনিটরিং রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টি. এম আসাদুজ্জামান বক্তব্য রাখেন। পরিবীক্ষণ প্রতিবেদনের সার-সংক্ষেপ উপস্থাপন করেন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ড. মো. সেলিম মিয়া।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি-জুন ২০১৭ সময়ের অর্ধবার্ষিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ হলো আজ। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি বা বাধা আছে কি-না তা জানার জন্য মধ্যবর্তী প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। এই মূল্যায়ন থেকে বিভিন্ন প্রকল্পগুলো তাদের ত্রুটি-বিচ্যুতি সংশোধনপূর্বক প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুযোগ পাবে।
তিনি আশা প্রকাশ করেন, ২০১৭-১৮ অর্থবছরে আমাদের লক্ষ্য শতভাগ বাস্তবায়নে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে তীক্ষ্ম নজর রাখার নির্দেশ দেন প্রকল্প পরিচালকদের।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা অনেক কাজ করছি। কিন্তু কাজের ফলাফল কি সেটা গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়নের মূল শক্তি ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি। তাই দলীয় নয়, জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি সবাইকে দেশের জন্য কাজ করতে যত্মবান হওয়ার আহ্বান জানান।


