দেশের করোনা সংক্রমণে ৬০% দায়ী বাজার ও গণপরিবহণ

মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশসহ সারা বিশ্বে দিন দিন বেড়েই চলছে। করনার টিকা আবিস্কার হলেও এখনো জনমনে কাটেনি আতঙ্ক। বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। দেশে অধিক সংখ্যায় আক্রান্তের উৎস বাজার আর গণপরিবহণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।

গতকাল শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বাজার আর গণপরিবহণ থেকে ছড়িয়েছে ৬০ শতাংশ এবং জনসমাগমস্থল থেকে ছড়িয়েছে শতকরা ৩০ ভাগ। এই সংক্রমণ রোধে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সেইসঙ্গে নিতে হবে টিকা।

বিশ্লেষকেরা বলছেন, শনাক্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ বাজার এলাকায় গমন এবং গণপরিবহণ ব্যবহার করছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। একইসঙ্গে এই সংক্রমণ রোধে অন্যতম উপায় হচ্ছে টিকা গ্রহণ করা।