‘দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার’

দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। হেফাজতের নেতাদের উস্কানিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে। তবে সে যেই হোক, দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দেয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাঙার সঙ্গে যুক্ত মাদ্রাসাছাত্র আবু বকর ও নাহিদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। শিগগিরই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।