দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত গভীর অনিশ্চয়তায়:ব্যবসায়ী নেতারা

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজনৈতিক অস্থিরতা, ক্রেতাদের আস্থাহীনতা, শ্রমিক সংগঠন নীতি ও নীতিগত দুর্বলতার কারণে দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত মারাত্মক অনিশ্চয়তার কবলে পড়েছে বলে জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। তাদের অভিযোগ—সরকারের বিভ্রান্তিকর বার্তা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে পিছিয়ে যাচ্ছেন।

শনিবার রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ রপ্তানিমুখী খাতের শীর্ষ নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান।

“এখন সরকারকে ভালো নির্বাচন দিতে হবে”—বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন,

“সরকার আমাদের ওপর এলডিসি গ্রাজুয়েশন চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা এখনো প্রস্তুত না। স্থিতিশীল নীতিগত পরিবেশ ছাড়া টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়।”

তিনি আরও বলেন—

“ভালো নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখন জরুরি। আগামী সংসদে কমপক্ষে ১০ জন শিল্পমালিককে রাখা উচিত। ব্যবসায়ীদের নীতি নির্ধারণের জায়গায় আনতে হবে।”

বিটিএমএ: ব্যাংকিং সংকট ও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন,

“ভারত তাদের শিল্পমালিকদের যে সুবিধা দিচ্ছে, তা আমাদের জন্য ভয়াবহ প্রতিযোগিতার চাপ তৈরি করবে।”

“সরকার ব্যাংক বাঁচাতে হাজার কোটি টাকা দিলেও সেই টাকা ব্যবসার জন্য পাওয়া যাচ্ছে না। ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না।”

“মেগা প্রকল্প বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অথচ আমরা সহযোগিতা পাচ্ছি না।”

তিনি আরও জানান, করপোরেট ট্যাক্স বাড়ানোয় শিল্পের ওপর নতুন চাপ সৃষ্টি হয়েছে।

নিরাপত্তা সংকটে অর্ডার কমছে: বিজিবিএ

বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল বলেন,

“অর্ডার কমে যাওয়ার পেছনে প্রধান কারণ নিরাপত্তা সংকট ও নীতিগত অনিশ্চয়তা। শুধুমাত্র আমলাদের রোডম্যাপ দিলে হবে না—নির্বাচিত সরকারের সঙ্গে খাতের প্রতিনিধিদেরও নীতিনির্ধারণে রাখতে হবে।”

চট্টগ্রাম বন্দর, বিমানবন্দরের দুরবস্থায় শিল্পক্ষতি

বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান জানান,
চট্টগ্রাম বন্দরের অদক্ষতা এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিকেএমইএ পরিচালক খেলায়েত হোসেন সরকারের কাছে নীতিগত সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

“পরিস্থিতি কোভিড সময়ের চেয়েও খারাপ”—শোভন ইসলাম

মতবিনিময় সভায় উপস্থাপনা করেন স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম। তিনি বলেন,

“গত চার মাস ধরে অর্ডার কমছে। সরকারের কোন নীতিগত সহায়তা নেই।”

“অনেক কারখানা ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ক্লাসিফায়েড হয়ে যাচ্ছে।”

“২০ জন শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠনের সুযোগ দিলে বড় বিপর্যয় নামবে।”

তিনি আরও বলেন,

“বিমানবন্দর পুড়ে গেলে, ঘরবাড়ি পুড়ে গেলে বিদেশিরা অর্ডার দিতে ভয় পায়। দৃশ্যমান ক্ষতির থেকে অদৃশ্য ক্ষতি অনেক বেশি।”

তার দাবি—বিজিএমইএ সভাপতিকে মন্ত্রীর পদমর্যাদা দিতে হবে।

এক্সেসরিজ খাতের বড় ক্ষতি

বিজিএপিএমই সভাপতি আল শাহরিয়ার আহমেদ বলেন,
এয়ারপোর্টে আগুনে এক্সেসরিজ খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তিনি আগামী সংসদে পোশাক শিল্পের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি করেন।

সংকটের সামগ্রিক চিত্র
▪ ২৫৮টি কারখানা বন্ধ

সরকার-নির্ধারিত নন-কমপ্লায়েন্স মানদণ্ড পূরণ করতে না পারায় গত এক বছরে ২৫৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। কর্মহীন হয়েছেন এক লাখের বেশি শ্রমিক।

▪ শ্রমিক ইউনিয়ন নীতি নিয়ে উদ্বেগ

২০ জন শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠনের সুযোগ দিলে “শিল্পে অস্থিতিশীলতা তৈরি হবে” বলে মত দেন শিল্পমালিকেরা।

▪ চট্টগ্রাম বন্দর মাশুল বৃদ্ধি

সেবার মান বাড়ানো ছাড়াই মাশুল বাড়ানো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে দেবে বলে তারা মনে করেন।

▪ আর্থিক খাতে নৈরাজ্য

ব্যাংক সংকট, ঋণ না পাওয়া এবং ধীর প্রশাসনিক প্রক্রিয়া ব্যবসায়িক পরিবেশকে দুর্বল করছে।

▪ এলডিসি উত্তরণ

এলডিসি গ্রাজুয়েশন কার্যকর হওয়ার আগে দীর্ঘমেয়াদি নীতি ও পূর্বপ্রস্তুতি জরুরি বলে ব্যবসায়ীরা মত দেন।

নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনার দাবি

বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান বলেন,

“একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হলে ক্রেতাদের আস্থা ফিরবে এবং অর্ডার বাড়বে।”

সভায় বিজিএমইএ, বিটিএমএ, বিজিবিএ, বিকেএমইএসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন,

“ব্যবসায়িক ক্ষতি রোধে সরকারের আন্তরিকতা ছাড়া বিকল্প নেই। নির্বাচিত রাজনৈতিক সরকারের বাইরে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি অসম্ভব।”