দেশের প্রতিটি বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে উন্নতমানের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা করলে মাদক এবং জঙ্গিবাদে জড়াবে না তরুণ প্রজন্ম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা থেকে শুরু করে মানসিক গঠনে আওয়ামী লীগ গুরুত্ব দিয়েছে। অসুস্থ ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য গঠিত ফাউন্ডেশনে আরও ২০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।